খুলনা | মঙ্গলবার | ২৭ জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২

মায়ের কবরে দাফন আজ

ইত্যাদির জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর আর নেই

খবর প্রতিবেদন |
০১:১১ এ.এম | ১৪ নভেম্বর ২০২২


ইত্যাদির জনপ্রিয় কন্ঠশিল্পী আকবর স্ত্রী সন্তান ছাড়াও অসংখ্য ভক্ত অনুরাগী রেখে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। রবিবার বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন আকবর। কিডনীসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ সোমবার জন্মস্থান যশোরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ‘হাত পাখার বাতাস’ খ্যাত এই শিল্পীকে।
তার স্ত্রী কানিজ ফাতিমা জানান, রবিবার হাসপাতাল থেকে আকবরকে নিয়ে যাওয়া হয় মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ নিয়ে রাতেই যশোরের উদ্দেশ্যে রওনা হন।
তিনি আরও জানান, যশোরের সুজলপুর গ্রামে আকবরের বাড়ি। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সোমবার তার মায়ের কবরে আকবরকে সমাহিত করা হবে।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। 
অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনি সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায় ছিলেন। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।