খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

বনানীতে জঙ্গি সন্দেহে নর্থ সিটি হোটেল ঘিরে রেখেছে পুলিশ

খবর প্রতিবেদন |
১০:২০ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২২


রাজধানীর বনানীতে নর্থ সিটি নামে একটি আবাসিক হোটেল জঙ্গি সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। আজ শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় আধা ঘণ্টা হলো আমরা নর্থ সিটি নামে এই হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি সেখানে জঙ্গি সদস্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এখানে নাশকতার উদ্দেশ্যে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই আজ একটি টিম অভিযানে নামে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বলেন, জঙ্গি সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে। রাত সাড়ে ৮টার পর বনানী এলাকায় ব্লক রেইড শুরু হয়। ব্লক রেইডের অংশ হিসেবে বনানী থানাধীন ইনসাফ নামের আবাসিক হোটেলে অভিযান চলছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী ব্লক রেইড চলাকালে কোনো জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়নি বলে জানান ডিসি আহাদ।