খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

যশোরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ : যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৫ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২২


বিয়ের প্রলোভন দিয়ে ফাহিম হোসেন নামে এক যুবক এসএসসি পাস (১৭) তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষক ফাহিম হোসেনকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার তালবাড়িয়া স্কুলের সামনে গ্যারেজ মোড়ের কবির উদ্দিনের ছেলে। শুক্রবার ২ ডিসেম্বর রাতে মামলাটি করেন ক্ষতিগ্রস্ত তরুণীর বোন।
মামলায় তিনি উলে­খ করেন, যশোর শহরের এক ভাড়া বাড়িতে তিনি স্বামী নিয়ে বসবাস করতেন। তার আপন ছোট বোন (১৭) তার বাড়িতে থেকে লেখাপড়া করতো। বাদীর বোন চলতি বছরে এসএসসি পরীক্ষা  দিয়েছে। গত দেড় বছর পূর্বে যুবক ফাহিম হোসেনের সাথে তার বোনের স্কুলে আসা-যাওয়ার সময় পরিচয় হয়। সেই সূত্রধরে তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফাহিম হোসেন বাদির বোনকে বিয়ে করবে বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। অনুমান ১ বছর পূর্ব হতে বাদী তার  কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে ফাহিম হোসেন বাদীর ছোট বোনকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে বাদীর ভাড়া বাসায় শারীরিক সম্পর্ক করে আসছিল। গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বাদীর ভাড়া বাসায় তার বোনকে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। তারপর হতে বাদীর বোন ফাহিম হোসেনকে বিয়ের কথা বললে ফাহিম হোসেন বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরাতে থাকে। গত ২৮ নভেম্বর বিকেল ৫টায় বাদীর ভাড়াটিয়া বাসার সামনে ফাহিম হোসেনের সাথে তার বোনের দেখা হলে তাকে বিয়ের কথা বললে ফাহিম হোসেন বিয়ে করতে অস্বীকার করে এবং  বাদীর বোনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বাদীর বোন ঘটনার বিস্তারিত বাদীকে জানায়, ফাহিম হোসেন তাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ফাহিম হোসেনকে গ্রেফতার করে। শনিবার ফাহিম হোসেনকে আদালতে সোপর্দ করে। ক্ষতিগ্রস্ত ওই তরুণীকে আদালতে হাজির করলে সে জবানবন্দি দিয়েছে।