খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

বিয়ের পর স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতেন: বাঁধন

খবর বিনোদন |
১২:৪৬ পি.এম | ০৫ ডিসেম্বর ২০২২


বিয়ের পর স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বলে দাবি করেছেন আজমেরি হক বাঁধন। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

বাঁধন বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিতেন না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করেন। আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, সব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

২০১০ সালের ৮ সেপ্টেম্বর হঠাৎ করেই ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাঁধন। পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এরপর সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় থেকে দূরে ছিলেন।

সংসার জীবনে সুখী না হওয়ায় ২০১৪ সালের ১০ আগস্ট বিবাহ বিচ্ছেদের আবেদন করেন বাঁধন। ওই বছরের ২৬ নভেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তবে ডিভোর্স সার্টিফিকেটে বিচ্ছেদের তারিখ হিসেবে ১০ আগস্টকেই গণ্য করা হয়েছে।

এদিকে বিচ্ছেদের পর ফের অভিনয়ে ফেরেন বাঁধন। তার অভিনীত রেহানা মরিয়ম নূর সিনেমাটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার পর প্রদপ্রদীপের আলোয় আসেন তিনি। এরপর টলিউডের ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয়ের সুযোগ পান। সেখান থেকে পা রাখেন বলিউডে। অভিনয় করেন ‘খুফিয়া’ শিরোনামের ছবিতে।