খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

খবর প্রতিবেদন |
০৫:৫৩ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২২


ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে কাফিন (৮) ও সাফিন (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়. ওই গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর দুই ছেলে কাফিন ও সাফিন দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খেলা করছিল। খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের পানিতে ভাসতে দেখে এক শিশু পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মো. সোহেল রানা জানান, শিশু কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল ও সাফিন ভাইয়ের সাথে স্কুলে মাঝে মাঝে আসা যাওয়া করত। শিশু ২ টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।