খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্চে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক |
০১:১৯ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২২


সিরিজটি হওয়ার কথা ছিল ২০২১ সালের অক্টোবরে। কিন্তু ক্রিকেটারদের বিশ্রামের কথা ভেবে সফর ২০২৩ পর্যন্ত পিছিয়ে নেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন অবশ্য সবকিছুই চূড়ান্ত। ছয় বছর পর আবারও বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মার্চে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে তারা।
ইংলিশদের সফরের শুরুটা হবে ওয়ানডে দিয়ে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। অবশ্য দুই দলের জন্য কেবলই তা নিয়মরক্ষার ম্যাচ। কেননা ২০২৩ বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে রেখেছে দুই দল।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মার্চে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ম্যাচগুলো মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দু’টো ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১ ও ৩ মার্চ। শেষ ম্যাচটি গড়াবে আগামী ৬মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।  
৯ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১২ ও ১৪ মার্চ বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।
সিরিজটি নিয়ে ইসিবির সিইও ক্লের কনর বলেন, ‘এটা রোমাঞ্চকর যে, ২০১৬ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে যাবে ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটাররা। এই সফর ঘিরে ঢাকা ও চট্টগ্রামে যে আবহ থাকবে, সেটি দুর্দান্ত। ক্রিকেটের প্রতি অসাধারণ আবেগ কাজ করে বাংলাদেশ জুড়ে এবং দেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড থাকা একটা দলের বিপক্ষে আমরা কঠিন চ্যালেঞ্জ আশা করছি।’
২০১৬ সালের অক্টোবরে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে হয় তাদের।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি : 
ওয়ানডে :  প্রথম ওয়ানডে ১ মার্চ-মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ-মিরপুর
তৃতীয় ওয়ানডে ৬ মার্চ-চট্টগ্রাম

টি-টোয়েন্টি :
প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ-চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ মার্চ-মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি ১৪ মার্চ-মিরপুর