খুলনা | সোমবার | ০৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় দাদার মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন |
০৪:৩৮ পি.এম | ২০ জানুয়ারী ২০২৩


সাতক্ষীরার কলারোয়ায় দাদার সঙ্গে সকালে নাশতা করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে শিশু মোনতাহিনা (৬) নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটি সুলতানপুর এলাকার বাসিন্দা আলমগীর কবিরের মেয়ে। সে চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির দাদা সামাদ ফকির বলেন, ‘সকালে নাতনিকে নিয়ে গয়ড়া বাজারে নাশতা করতে যাওয়ার পথে বালু বহনকারী ডাম্প ট্রাককে সাইড দেওয়ার কিছুক্ষণ পর আমার মোটরসাইকেলের চাকা স্লিপ করে। সেখানে পড়ে গিয়ে মোনতাহিনা মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।