খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে বাবা-ছেলে হত্যা, একই পরিবারের ৪ সদস্য গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:২১ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৩


ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে খুনের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সাভার ও গাজীপুরে অভিযান চালিয়ে একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসাঃ জাহানারা (৪০), ছেলে রিয়াদ হোসেন (১৫) ও কামাল হোসেনের শ্যালক মো. নাঈম (১৯)। শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
র‌্যাব জানায়, বুধবার (১ ফেব্র“য়ারি) বিকেলে ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হন আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)। নিজেদের কিছু জমি বিক্রি করায় তা মেপে বুঝিয়ে দিচ্ছিলেন আবুল খায়ের। কিন্তু সেখানে গিয়ে তার চাচাতো ভাই ট্রাক ড্রাইভার কামাল হোসেন ও তার লোকজন কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে খায়েরের ওপর হামলা করে। এতে আবুল খায়ের (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২ ফেব্র“য়ারি) কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উলে­খ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।