খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

জমে উঠেছে খুলনার একুশে বইমেলা

খবর বিজ্ঞপ্তি |
০১:২৬ এ.এম | ০৪ ফেব্রুয়ারী ২০২৩


জমে উঠেছে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত “একুশে বইমেলা, খুলনা-২০২৩”। গতকাল শুক্রবার ছিল বইমেলার ৩য় দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বইমেলায় ক্রেতা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বইমেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজনে ছিল ওংকার শৃণুতা-এর বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সপ্তসুর এবং নৃত্যাঞ্জলী এর শিল্পীবৃন্দ। মেলায় আগত উলে­খযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফফাত সানিয়া ন্যান্সী এবং তারক চন্দ্র মন্ডল।