খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

ক্রীড়া প্রতিবেদক |
০২:০০ পি.এম | ১৮ মার্চ ২০২৩


জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এবাদত জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার।

২০২২ সালে বাংলাদেশের ক্রিকেটে ধরা দিয়েছে অনেক সাফল্য। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়। গত বছর ভারতকেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় টাইগাররা।

মাউন্ট মুঙ্গানুই টেস্টের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।

অন্যদিকে আর ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিপাক্ষিক সেই সিরিজে ব্যাট হাতে দলকে অসম্ভব জয় এনে দিয়েছিলেন মিরাজ। প্রথম ম্যাচে তার অনন্য কীর্তির পর দ্বিতীয় ম্যাচেও করেছিলেন অনবদ্য এক সেঞ্চুরি। ম্যাচটিতে ৬৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন এই অলরাউন্ডার।

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

পুরুষ

সেরা টেস্ট ব্যাটিং: জনি বেয়ারস্টো ১৩৬*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা টেস্ট বোলিং: এবাদত হোসেন ৬/৪৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা ওয়ানডে ব্যাটিং: মেহেদী হাসান মিরাজ ১০০*, প্রতিপক্ষ ভারত।

সেরা ওয়ানডে বোলিং: জাসপ্রিত বুমরাহ ৬/১৯, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) ব্যাটিং: সূর্যকুমার যাদভ ১১১*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) বোলিং: স্যাম কারান ৩/১২, প্রতিপক্ষ পাকিস্তান।

সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটিং: জর্জ মানসি ৬৬*, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং: ব্রেন্ডন গ্লোভার ৩/৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সেরা টি-টোয়েন্টি (লিগ) ব্যাটিং: রজত পাটিদার ১১২*, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।

সেরা টি-টোয়েন্টি (লিগ) বোলিং: উমরান মালিক ৫/২৫, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার: হ্যারি ব্রুক।

বর্ষসেরা অধিনায়ক: বেন স্টোকস।
নারী
সেরা ওয়ানডে ব্যাটিং: অ্যালিসা হিলি ১৭০, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা ওয়ানডে বোলিং: সোফি একলেস্টন ৬/৩৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সেরা টি-টোয়েন্টি ব্যাটিং: স্মৃতি মান্ধানা ৬১, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি বোলিং: রেনুকা সিং ৪/১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।