খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

রাশিয়া ফুটবল দল ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫১ এ.এম | ১৯ মার্চ ২০২৩


প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে রাশিয়া ফুটবল দল এখন ঢাকায়। গতকাল সকালে বয়সভিত্তিক দলটি ঢাকায় এসে পৌঁছায়। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এই অঞ্চলের দেশগুলোর খেলোয়াড়রাই অংশ নিয়ে থাকে। বয়সভিত্তিক থেকে সিনিয়রদের আসরেও একই নিয়ম ছিল। তবে এবার ব্যতিক্রম হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে থাকছে রাশিয়া। এবারের টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। তাদের অনুরোধে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলছে রাশিয়া।