খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

‘কাম ফর রোড চাইল্ড’র সাধারণ সভায় সিটি মেয়র

একচলি­শ সালের পূর্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ১৯ মার্চ ২০২৩


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ায় দেশের দারিদ্রতা হ্রাস পেয়েছে। একই সাথে অসহায় ও গৃহহীন পরিবারকে ঘর বরাদ্দ দেয়ার ফলে ছিন্নমূল মানুষ ও পথশিশুদের সংখ্যা কমে আসছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আগামী একচলি­শ সালের পূর্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি উলে­খ করেন। 
সিটি মেয়র শনিবার দুপুরে নগরীর বিএমএ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।  
সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী করোনা সংক্রমণের সময়ে দরিদ্র জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষকে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি জনকল্যাণে নিবেদিত আছেন বলে স্বল্প আয়ের মানুষ বড় ধরনের সংকট মোকাবেলায় সক্ষম হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনও ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় নগরীর দরিদ্র ও হতদরিদ্র পরিবারসমূহকে বিভিন্ন সহযোগিতা প্রদান করে আসছে। এ সকল সহযোগিতা দারিদ্র পরিবারের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। প্রকল্পটির কার্যক্রম অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে নগরীতে আর ছিন্নমূল বা পথশিশু থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাসেল আহেমদ রাজু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্ধ্বতন সহসভাপতি শরীফ আতিয়ার রহমান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ। অন্যান্যের মধ্যে সিআরসি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মিলন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার সভাপতি নাঈমুল জামান স্মরণ, ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি নাদিয়া কমোনিসি, অর্থসম্পাদক সাবিক মুন্সী প্রমুখ সভায় বক্তৃতা করেন।