খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

স্বাগত মাহে রমজান

|
১২:০৩ এ.এম | ২৪ মার্চ ২০২৩


রহমত, মাগফিরাত আর নাজাত নিয়ে এসেছে রমজান মাস। রমজান মহান আল­াহর অপূর্ব রহমতে সমৃদ্ধ এবং তাঁর সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সংবলিত একটি মাস। এ মাস মুমিনের প্রার্থিত এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত। মাহে রমজানের প্রতি ঈমানদারদের অনুরাগ ও আগ্রহ সীমাহীন। মহিমান্বিত এ মাসের মর্যাদা অপরিসীম। রোজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল­াহ রমজান মাসকে নির্ধারিত করেছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটিই যথেষ্ট। আল­াহ বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে।’ (সূরা বাকারা, আয়াত : ১৮৫) পবিত্র এ রমজানে মুমিন মুত্তাকিদের আধ্যাত্মিক-বাগানে ঘটবে নব-বসন্তের সমারোহ। জান্নাতি আনন্দে মুমিন মুত্তাকির হৃদয়গুলো আলোকিত হয়ে উঠবে। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। জাবির (রা.) থেকে বর্ণিত, রাসূলুল­াহ (সা.) বলেন, ‘আল­াহ রমজান মাসের প্রত্যেক রাতে ও দিনে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।’ (শুআবুল ঈমান, হাদিস : ৩৬০৫)। আমাদের সবার উচিত হবে, রমজানের কল্যাণ থেকে পুরোপুরি ফায়দা হাসিল করা, রমজানের কল্যাণসমূহ দ্বারা নিজেদের সুশোভিত করা। যেন এ রমজানে কোরআন তিলাওয়াতের গুঞ্জনে মুখরিত হয়ে উঠে আমাদের চারপাশ। যেন কোরআনের আলোয় আলোকিত হয় সমগ্র বিশ্ব। মহান আল­াহ পাকের দরবারে এই ফরিয়াদ, হে আল­াহ! আপনি আমাদের ক্ষমা করুন এবং পবিত্র এই রমজানে আপনার রহমত, মাগফিরাত আর নাজাত পেয়ে আমরা যেন ধন্য হতে পারি।