খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

কলকাতায় মঞ্চ মাতাবেন সালমান

খবর বিনোদন |
০১:৪৯ পি.এম | ৩০ মার্চ ২০২৩


গত কয়েক বছর ধরেই খবরটা শোনা যাচ্ছিল। অবশেষে সেটা সত্যি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৩ মে কলকাতায় মঞ্চ মাতাবেন সালমান খান। তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের মঞ্চে থাকবেন বলিউডের আরো কয়েকজন তারকা।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে পারেন সালমান খান।

ওইদিন রাতে সালমানের সঙ্গে স্টেজ মাতাবেন অভিনেত্রী পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। অর্থাৎ জমকালো এক সন্ধ্যার সাক্ষী থাকবেন সালমানপ্রেমীরা।

শোনা যাচ্ছে, এরইমধ্যে অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি পেয়েছেন আয়োজকরা। তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকরা ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছেন।
সূত্র : জি২৪ঘণ্টা