খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

নগর ও জেলা আ’লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে

খবর ডেস্ক |
০১:১২ এ.এম | ৩১ মার্চ ২০২৩


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ^াস করে। সে কারণে ভোট যুদ্ধের জন্য সব সময়ই প্রস্তুত থাকে। যারা ভোট যুদ্ধে যেতে ভয় করে তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের বির্তকের সৃষ্টি করে। সুতরাং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ভোট বিপ্লবের মাধ্যমে ১৯৭০ এবং ২০০৮ সালের নির্বাচনের মত পরাজিত করতে হবে। বিজয়ের মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দিতে হবে বঙ্গবন্ধুর উত্তরসুরিরা দেশ ও জাতির জন্য রাজনীতি করে। আর সেই রাজনীতি হয় জাতি ও রাষ্ট্রের কল্যাণের জন্য। সে কারণেই আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। 
তিনি বলেন, যে সব সহযোগী সংগঠনের কমিটি নাই তাদের নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি এবং যেখানে সম্মেলন হয়নি সেখানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এ সময়ে তিনি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খুলনাসহ সারাদেশের কমিটি গঠনের জন্য নির্দেশ দেন। 
তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সংগঠনকে সুসংগঠিত করায় ব্যস্ত থাকতেন। কারন তিনি জানতেন শত্রæ পক্ষ পরাজিত করতে হলে তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। সে কারনেই বঙ্গবন্ধুকে কেউ কারারুদ্ধ করে রাখতে পারেনি। পারেনি বাংলাদেশকে দখল করে রাখতে। তিনি বঙ্গবন্ধুর দর্শনের কথা মনে করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে সংগঠনকে শক্তিশালী করার জন্য আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে বিভিন্ন মহানগর ও জেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় আ’লীগ আব্দুস সোবাহান গোলাপ, খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানা এবং জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারীসহ রাজশাহী মহানগর ও জেলা, রংপুর মহানগর ও জেলা, গাইবান্ধা, বরগুনা, পাথরঘাটা, রাজবাড়ি জেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময়ে দলের সভাপতি খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের সম্মেলন এবং যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেন।