খুলনা | মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২

স্বামীর বিচার দাবিতে স্ত্রী লিমার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ৩১ মার্চ ২০২৩


খুলনার ফুলতলায় প্রতারক স্বামী মোঃ ইমরান সরদারের বিচার দাবি করেছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী লিমা খাতুন। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান লিমা খাতুন।
সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, ফুলতলার আলকা গ্রামের মফিজুর রহমানের পুত্র মোঃ ইমরান সরদারের আমার পিতা-মাতাকে হত্যার ভয় দেখিয়ে আমাকে গত ৯ মার্চ বিয়ে করে। বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকি। আমাকে বিয়ে করার সময় জানায় সে চাকুরি করে কিন্তু পরে জানতে পারি সে বেকার। আমার সাথে প্রতারণা করে ইমরান সরদার তার পিতার বাড়িতে অবস্থান করছে। আমার স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করায় তার চাচা মোস্তাফিজুর সরদার ও বনি সরদার আমাকে মারধোর করে আমি অসুস্থ হয়ে পড়ি এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করি।
লিমা আরও বলেন, বিয়ের পর আমার পরিবারকে ইমরানের আত্মীয় স্বজনরা মেরে ফেলবে এই হুমকি দিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। আমার সাথে কোন রূপ যোগাযোগ করছে না। আমি এখন অসহায় অবস্থায় ও নিরাপত্তা হীনতায় ভুগছি। আমার সুন্দর জীবন ও ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমি এই প্রতারক ইমরান সরদার ও তার সহযোগীদের বিচার দাবি করছি।