খুলনা | শনিবার | ০৫ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

টুইটারে ‘হাই প্রোফাইল’ অ্যাকাউন্টে টাকা ছাড়াই যুক্ত হলো ব্লু টিক

খবর প্রতিবেদন |
০২:১৪ পি.এম | ২৪ এপ্রিল ২০২৩


টুইটারে দশ লাখের বেশি ফলোয়ার রয়েছে এমন বেশ কিছু অ্যাকাউন্টের ‘ব্লু টিক’ ফেরত এসেছে। সাবস্ক্রিপশন ফি ছাড়াই এসব অ্যাকাউন্টের ব্লু টিক ফিরিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংগীত তারকা বিয়ন্সে, যুক্তরাজ্যের ফুটবলার হ্যারি কেইন, টেলিভিশন উপস্থাপক ও কমেডিয়ান রিচার্ড ওসমান এবং স্পাইস গার্লসের অন্যতম সদস্য ভিকটোরিয়া বেকহ্যামের অ্যাকাউন্টের ‘ব্লু টিক’ ফিরে এসেছে ‘সাবস্ক্রিপশন ফি’ ছাড়াই।

বিবিসি নিউজের টুইটার অ্যাকাউন্টের গোল্ড ব্যাজও ফিরিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কোনো অর্থ দিতে হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার আগে ব্লু টিক বিভিন্ন টুইটার অ্যাকাউন্টে যুক্ত হত পরিচয় নিশ্চিতকরণ ব্যাজ হিসেবে। তখন এতে কোনো অর্থ প্রদান করতে হত না।

এটি যুক্ত হওয়ার মাধ্যমে অ্যাকাউন্টগুলো আসল কি না তা নিশ্চিত করত এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো বন্ধের পদক্ষেপ হিসেবেই প্রক্রিয়াটি চালু করে টুইটার।

কিন্তু মাস্কের মালিকানাধীন টুইটারে এই ব্লু টিক নির্দেশ করে যে, অ্যাকাউন্টটি টুইটার ব্লু নামের একটি প্রিমিয়াম সেবার গ্রাহক। মাসে ৮ ডলারের বিনিময়ে যে কেউ অ্যাকাউন্ট যাচাইকরণের মাধ্যমে টুইটার ব্লু সেবা নিতে পারছেন।

টুইটার মাস্কের মালিকানায় যাওয়ার আগে যাদের অ্যাকাউন্টে ব্লু টিক ছিল এবং মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে রাজি হননি, তাদের অ্যাকাউন্টের ব্লু টিক ২০ এপ্রিল থেকে সরিয়ে ফেলা হয়।

একজন টুইটার ব্যবহারকারী ব্রিটিশ ব্রডকাস্টার জেমস ও’ব্রায়ানের ফলোয়ারের সংখ্যা ১১ লাখ এবং তার অ্যাকাউন্টে ব্লু টিক ছিল। ২০ এপ্রিল অ্যাকাউন্ট থেকে তা সরে যাওয়ার পর এখন আবার তিনি সেটা ফিরে পেয়েছেন।

জেমস ও’ব্রায়ান জানিয়েছেন, ওই টিক ফিরে পেতে তিনি কোনো অর্থ পরিশোধ করেননি।

১০ লাখের কম সংখ্যক গ্রাহক আছে, এমন বেশ কিছু অ্যাকাউন্টেও নীল টিক পুনর্বহাল হতে দেখেছেন তিনি।

জেমস ও’ব্রায়ান আরও জানান, অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাট এর প্রতিষ্ঠাতা এলিয়ট হিগিনস শুক্রবার তাকে বলেছেন যে টুইটারে তার নীল টিক ও বেলিংক্যাটের যাচাইকরণ পুনর্বহাল হয়েছে কোনো মূল্য পরিশোধ ছাড়াই।

ইলন মাস্ক দাবি করেছেন, তিনি নিজেই লেখক স্টিফেন কিং, অভিনয় শিল্পী উইলিয়াম শ্যানটার ও বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের অ্যাকাউন্টের জন্য অর্থ পরিশোধ করেছেন। এই টুইটার ব্যবহারকারীরা মাস্কের টুইটার ব্লু কার্যক্রমের সমালোচক।

তবে বিবিসির এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অভিনয় শিল্পী রায়ান রেনলডসের মত অনেক তারকাই নিজের টুইটার অ্যাকাউন্টের নীল টিক ফিরে পাননি। ওরেক্সহ্যাম ফুটবল দলের মালিক রেনলডসের টুইটার অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ২ কোটি ১০ লাখ।

বিবিসি জানিয়েছে, আগের ব্লু টিকধারী অ্যাকাউন্টগুলোর ব্লু টিক স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে নেওয়া হয়নি। বরং টুইটার কর্মীরা খুঁজে খুঁজে এগুলো সরিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে, এটি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও ‘ম্যানুয়াল’ ভাবেই হবে।

১ এপ্রিল থেকে অর্থের বিনিময়ে গ্রাহক সেবা চালুর আগে পাওয়া বিভিন্ন ‘লিগ্যাসি’ অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্যাজ সরাতে শুরু করে টুইটার।

কতজন ব্যবহারকারী এখন পর্যন্ত অ্যাকাউন্টের জন্য ‘টুইটার ব্লু’ সেবা পেতে মাসিক ফি দিতে রাজি হয়েছেন, সেই তথ্য জানায়নি টুইটার।

অ্যাপ ফার্ম সেনসর টাওয়ার প্রযুক্তি বিষয়ক সাময়িকী টেকক্রানচকে জানিয়েছে, টুইটারের সাবস্ক্রাইবার সংখ্যা ২০২৩ এর মার্চ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮৬ হাজার।

শুধু টুইটার অ্যাপ ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। তবে প্রায় ৩০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওয়েবসাইট ব্যবহারকারীও রয়েছে।