খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

আলিয়া মাদ্রাসায় জানাজা আজ

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধুরী জিল্লুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৩ এ.এম | ০৬ মে ২০২৩


বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধুরী জিল্লুর রহমান (৭৮) নগরীর হাজী মহসিন রোডস্থ (ফকির বাড়ি লেন) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। শুক্রবার রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুক্তরাজ্য নিবাসী জিয়াউর রহমান চৌধুরী টগর, জামেউর রহমান চৌধুরী ও জাহেদুর রহমান চৌধুরীর পিতা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।