খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

হাতে তৈরি বিস্কুট ও কেকে কর অব্যাহতি

খবর প্রতিবেদন |
১২:৫৪ এ.এম | ০২ জুন ২০২৩


হাতে তৈরি বিস্কুট প্রতি কেজি ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা পর্যন্ত কর অব্যাহতি পাওয়া যাবে। এছাড়া পার্টিকেক ব্যতিত অন্যান্য কেকের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হবে।
বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজাটে দেওয়া বক্তব্যে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, হাতে তৈরি বিস্কুট এর অব্যাহতি সীমা প্রতি কেজি ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা এবং কেক (পার্টিকেক ব্যতিত) অব্যাহতি সীমা প্রতি কেজি ২৫০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।
মুস্তফা কামাল বলেন, মিষ্টান্ন ভাণ্ডার সেবা থেকে কাক্সিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭.৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। এতে মিষ্টি বিক্রেতারা চাইলে দাম কমাতে পারবেন।