খুলনা | শনিবার | ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এশিয়া কাপ : শ্রীলঙ্কার আচরণে ক্ষুব্ধ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক |
১২:১৭ এ.এম | ০৪ জুন ২০২৩


সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক হিসেবে তারা দেশের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়। কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় প্রতিবেশী দেশ ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে রাজি নয়। যে কারণে পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করে। 
সেই ‘হাইব্রিড’ প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। আর বাকি দেশগুলোর খেলা পাকিস্তানের মাঠেই হবে। পাকিস্তানের এই হাইব্রিড প্রস্তাবেও রাজি নয় ভারত। তাদের চাওয়া এশিয়া কাপ যেন এবার পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশ হয়। 
ভারতের সেই চাওয়াতেই শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের ঘোষণা  দেয়। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার ওপর ক্ষুব্ধ।  
তাই শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব নাকোচ করে দেয় পাকিস্তান। আগামী মাসে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়ন্স শিপের দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে। সেই সফরেই শ্রীলঙ্কা পাকিস্তানকে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পাকিস্তান রাজি নয়।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, যখন পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনের পালা তখন শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া মোটেও ঠিক হয়নি। তাদের এমন প্রস্তাবে পাকিস্তান সন্তুষ্ট নয়।
যে কারণে প্রস্তাব নাকোচ : আগামী জুলাই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। তারপর বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে শ্রীলঙ্কা। 
বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কা। সে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাবও দিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার সেই প্রস্তাব নাকোচ করে দিয়েছে পাকিস্তান।
শ্রীলঙ্কার এই প্রস্তাবে পাকিস্তান রাজি না হওয়ায় ধারণা করা হচ্ছে পিসিবি শ্রীলঙ্কার ওপর অসন্তুষ্ট। তার কারণ সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে তারা দেশের মাঠেই এশিয়া কাপ আয়োজন করতে চায়। 
কিন্তু সীমান্ত নিয়ে সমস্যা থাকায় প্রতিবেশী দেশ ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে রাজি নয়। যে কারণে পাকিস্তান একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে। 
সেই প্রস্তাবে বলা হয় ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। আর বাকি দেশগুলোর খেলা পাকিস্তানের মাঠেই হবে। পাকিস্তানের এই হাইব্রিড প্রস্তাবেও রাজি নয় ভারত। তাদের চাওয়া এশিয়া কাপ যেন এবার পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে হয়। 
ভারতের সেই চাওয়াতেই শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে। যে কারণে মনে করা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কার ওপর ক্ষুব্ধ এবং তাদের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাবে রাজি নয়।