খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসীর গুলিতে মিয়ানমারের গায়িকার মৃত্যু

খবর বিনোদন |
০৪:৫৩ পি.এম | ০৮ জুন ২০২৩


মিয়ানমারের সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও মারা গেছেন। তিনি দেশটির সামরিক সরকারের একজন সমর্থক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

গত ৩০ মে সন্ধ্যায় ইয়াঙ্গুনে বাড়ির বাইরে গাড়ি পার্ক করার সময় বন্দুক হামলার শিকার হন তিনি। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন লিলি। এরপর মিয়ানমারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ গায়িকা।

গত মঙ্গলবার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জান্তা সরকারের সাথে সখ্যের কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করছেন অনেকে।

লিলি নাইং কিয়াওয়ের জন্ম একটি সামরিক পরিবারে। সেনাবাহিনীর বিভিন্ন ইভেন্টে দেখা যেত তাকে। তার একটি গান নববর্ষের পানি উৎসবে আনুষ্ঠানিক থিম সং হিসেবে গাওয়া হয়।

৫৮ বছর বয়সী লিলি শীর্ষ জান্তা নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তাকে প্রায়ই তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হতো। এ গায়িকাকে হত্যার অভিযোগে এরইমধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকরা সেনাবাহিনী বিরোধী একটি শহুরে সশস্ত্র গ্রুপের কর্মী বলে জানা গেছে।