খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ০৯ জুন ২০২৩


১ ফ্রন্টিয়ার টেকনোলজি ইন ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন টু বিল্ড স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল­ুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ডিজিটালে রূপান্তর হওয়ার পর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে অন্যান্য সেক্টরের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. রামেশ^র দেবনাথ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), খুলনা আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় খুলনার বিভিন্ন স্কুল-কলেজের আইসিটি শিক্ষকবৃন্দ অংশ নেন।