খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, একদিনে হাসপাতালে ১৩৪ রোগী

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০৯ জুন ২০২৩


দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও সারাদেশে মশাবাহী রোগটি নিয়ে নতুন করে আরও ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২২ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। আর এই সময়ে ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে আরও দুইজনের। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ১৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ১২ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫০৬ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩৭ জন। এছাড়া ঢাকার বাইরে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।