খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৩০ এ.এম | ০৯ জুন ২০২৩


আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতের প্রচারণা ছিল চোখে পড়ার মতোই।
আনিস বিশ্বাস : নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস বলেন, চটকদার মিথ্যা প্রলোভনে পবিত্র ভোটের খেয়ানত হলে পিছিয়ে যাবে উন্নয়ন, বঞ্চিত হবে ওয়ার্ডবাসী। তাই মুখরোচক প্রতিশ্র“তিতে না ভুলে সৎ যোগ্য ও পরীক্ষিত আপনাদের সন্তান আনিস বিশ্বাসের ‘ঘুড়ি’ প্রতীকে ভোট দিন। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ১৬নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখের সাথী হয়ে নগন্য খাদেম হিসেবে থাকবো ইনশাআল­াহ্। গতকাল বৃহস্পতিবার সকাল ও বিকেলে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আনিস বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। গণসংযোগকালে রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
মাহবুব কায়সার : নগরীর ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মাহবুব কায়সার বৃহস্পতিবার নতুন বাজার চর, রূপসা চর, ১ ও ২নং কাস্টমঘাট, ও গগণ বাবু রোডসহ বিভিন্ন এলাকায় ঠেলাগাড়ী মার্কায় গণসংযোগ করেন। এসময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং তার প্রতীক ঠেলাগাড়িতে ভোট ও দোয়া কামনা করেন। এসময় তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ফয়েজুল ইসলাম টিটো : নগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন কাউন্সিলর পদপ্রর্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটোর।নিজের ঠেলাগাড়ী মার্কা’র পাশাপাশি নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। এ সময় টিটোর সাথে ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল­া, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিনিয়ার হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এড. সাজ্জাদ, এড. রামপ্রসাদ ঘোষ, এড. আলামিন উকিল, এড. গঙ্গা চরণ মালাকার এড. তরিক মাহমুদ তারা, বিপ্লব সাহা লব, নূরে আলম সিদ্দিক, বায়েজিত সিনা, রিশাদ, মোহাম্মদ নাজমুল মোল­া, মাহফুজুর রহমান, হাফিজুর রহমান, ওয়াহিদা পারভীন, তরুণ সাহা, অলোক সাহা, রাজেশ রহমান, ডাঃ সবুজ সাহা, ডাঃ সিয়াম, ডাঃ অমিতাভ, ডাঃ সাইফুর রহমান, ডাঃ মাইনুল,  কাজল সাহা, নীলকান্ত ঘোষ ও দেলোয়ার রহমান প্রমুখ।