খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেল জামায়াত

খবর প্রতিবেদন |
১২:৫৩ এ.এম | ১০ জুন ২০২৩


অবশেষে রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি পেল বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার (১০ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীতে জামায়াত সমাবেশের অনুমতি পেলে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী তাদের ঘোষিত সমাবেশ অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। তবে দলটি সমাবেশের অনুমতি পাবে কি না, সে বিষয় সিদ্ধান্ত রাতে জানানো হবে। যদি জামায়াতকে অনুমতি দেয় সেক্ষেত্রে পুলিশেরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। তাই সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নিতে আমরাও প্রস্তুতি নিচ্ছি।

এরআগে জামায়াত কর্মসূচি পালন করতে পুলিশের অনুমতি চাইলেও পায়নি। পরে শনিবারের তারিখ নির্ধারণ করে জামায়াত।

তবে ডিএমপি সূত্রে জানা গেছে, এই সমাবেশ করতে জামায়াতকে মৌখিক বেশকিছু শর্ত দেয়া হয়েছে।