খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

২নং ওয়ার্ড ঘুড়ির প্রার্থী মুকুলের পদযাত্রা ও পথসভা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১০ জুন ২০২৩


খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ড এ ঘুড়ি মার্কার সাধারণ কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল শুক্রবার নির্বাচনী প্রচারণা উপলক্ষে সোনালী জুটমিল  গেটে বিকাল চার টায় পথসভা, মিরেরডাঙ্গায় সন্ধা ৬ টায় ও  সেনপাড়ায় রাত  ৮টায় উঠান বৈঠক করেন। এ সময় ২নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন ঘুড়ির প্রার্থী ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম মনিরুজ্জামান মুকুল। এ সময় তিনি বলেন আমি নির্বাচিত হলে ২নং ওয়ার্ডে কোন বেকার থাকবে না। আধুনিক স্মার্ট ২নং ওয়ার্ড গঠনে আমি কাজ করবো। এলাকার মসজিদ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের লোক ২৪  ঘন্টা সার্ভিস পাবে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শেখ আব্দুর রশিদ এবং ইসমাইল হোসেন ইমনের সঞ্চালন বক্তৃতা করেন জিকির শেখ, মুন্সি জহিরুল হক, আব্দুল হাকিম, সিরাজুল হক, আব্দুল বাক্কার, কামাল, রুবেল, রাজ্জাক, হাবিব, সোহেল প্রমুখ।