খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইসলাম দেশ ও মানবতার পক্ষে হাতপাখাকে বিজয়ী করুন : আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
০১:১৪ এ.এম | ১০ জুন ২০২৩


ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন , খুলনার মাটি ও মানুষ আমার প্রাণের সাথে মিশে আছে। আমি অতিথি পাখির মত হঠাৎ আসিনি। সর্বদা আমি আপনাদের পাশেই আছি। খুলনাবাসীর সুখ-দুঃখে সাধ্যানুযায়ী পাশে ছিলাম এবং আছি। করোনাকালীন সময় হলো তার দৃষ্টান্ত। আমাকে হাতপাখা প্রতীকে বিজয়ী করে আপনাদের প্রতিনিধি হিসেবে  ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দিন।
শুক্রবার সকাল থেকে নগরীর গল­ামারী, হঠাৎবাজার, জোড়াকল বাজার, নতুন রান্তাা, নয়াবাটি, ক্রিসেন্ট গেট, আলমনগর, হাউজিং বাজার সহবিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল­ামা নুরুল হুদা ফয়েজী, সাংগঠনিক স¤পাদক কেএম আতিকুর রহমান, মুহা. জান্নাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, এইচ এম সাইফুল ইসলাম, এড. মুহাঃ মশিউর রহমান, এড. মোঃ হানিফ মিয়া, এড. মোহাম্মদ মিজানুর রহমান। 
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল­াহ, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল­াহ ইমরান, মুফতি ইমরান হুসাইন, হাফেজ আসাদুল­াহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, মুফতী আমিরুল ইসলাম, গালিব, রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, মোঃ সাইফুল ইসলাম, মুহ. মঈন উদ্দিন, আব্দুল­াহ আল নোমান, আব্দুল­াহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল­াহ মিসবাহসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।