খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

খুলনায় শনিবার বিদ্যুৎ বন্ধ থাকবে যে সব এলাকায়

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৩ পি.এম | ১৯ অগাস্ট ২০২১

খুলনা মহানগরীর কয়েকটি এলাকায় আগামী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। নগরীর সার্কিট হাউজ, মুন্সীপাড়া, কাস্টমঘাট, হাজী মহসিন রোড, নতুন বাজার, টুটপাড়া, দোলখোলা ও বাগমারা ফিডারের আওতাধীন এলাকাতে সাটডাউনের সময়সূচী প্রকাশ করেছে ওজোপাডিকো লিঃ খুলনা। বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওজোপাডিকো লিঃ খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩ কেভি সেন্ট্রাল-গল্লামারী-সিটি মেইন লাইনের উন্নয়নমুলক কাজের জন্যে উল্লিখিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সে সব সমস্ত এলাকাযসমূহ হল- খুলনা রেলওয়ে স্টেশন, ষ্টেশন রােড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রােড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব ষ্ট্যান্ড রোড, কে.ড়ি ঘােষ রােড, জেলা প্রশাসক কার্যালয়, জজ কোর্ট, জজ কোর্ট সংলগ্ন আবাসিক এলাকা, ৫নং মাছ ঘাট, শের-এ বাংল রােড, আপার যশোর রােড, খানজাহান আলী রােড, লােয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্ম সভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রােড, হাজী মহসিন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, কাষ্টমঘাট, ভেঁড়ীবাধ, গগণ বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা মোড়, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারী রোড, টুটপাড়া সেন্ট্রাল রােড, লােহার গেট, পূর্ব বানিয়াখানায়, মাস্তায় মাখা ও তৎসংলগ্ন আবাসিক এলাকা, কেডিএ এভিনিউ, রয়্যাল চত্তর, টুটপাড়া, দিলখােলা রােড, জোড়াকল বাজার, দারােগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রােড, মহিরবাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মােল্লাহ বাড়ীর মােড় ও তৎসংলগ্ন আবাসিক এলাকা। তাছাড়া ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলী মােড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মােড়, মিস্ত্রীপাড়া
ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।