খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

অর্থনৈতিক উন্নয়নে চীনকে টপকে গেল ভারত!

মলি­ক সুধাংশু |
০১:৫৮ এ.এম | ০৭ অগাস্ট ২০২৩


গোটা বিশ্বের অর্থনৈতিক মন্দা এখনও কাটেনি। ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও ক্ষীণ। মূলতঃ অতিমারির অভিঘাত এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধই হচ্ছে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতির মূল কারণ। এমন পরিস্থিতিতে আমেরিকার একটি সমীক্ষা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বড় দু’টি জনবহুল দেশ ভারত ও চীনের আর্থিক পরিস্থিতি। ‘মার্গ্যান স্টানলি’ নামক সংস্থার বিশেষজ্ঞরা আগামী দিনে ভারতীয় অর্থনীতির বিপুল সম্ভাবনা দেখছেন। বলছেন, অর্থনীতিতে চীনকে টপকে গেল ভারত। 
স¤প্রতি আমেরিকার প্রখ্যাত আর্থিক পরিষেবা সংস্থা ‘মর্গ্যান স্টানলি’র প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক অতিমারির অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে ক্ষত তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। আর্থিক বৃদ্ধির নিরিখে সংস্থাটি ভারতে ‘ইক্যুয়াল ওয়েট (সমান ওজন) থেকে ওভারওয়েট (বেশি ওজন) উন্নীত হওয়ার তকমা দিয়েছে। আর্থিক উন্নয়নে চীনকে টপকে যাওয়া ভারতের অর্থনীতির বিপুল সম্ভাবনার কথাও বলা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।
‘মর্গ্যান স্টানলি’র বিশেষজ্ঞতা বলছেন, ভবিষ্যতে চীনের আর্থিক মন্দার নেতিবাচক প্রভাব আরও প্রকট হবে। আর ভারতের অর্থনীতির ব্যাপক উত্থান ঘটবে। ভারতকে ওভার ওয়েটে এবং চিনকে ইক্যুয়াল ওয়েট স্তরে নামিয়ে আনা হয়েছে। আর তাৎপর্যপূর্ণ ভাবে স¤প্রতি আর্থিক উন্নয়নের নিরিখে আমেরিকার ‘ট্রিপল এ’ তকমাও ছাঁটাই করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
মর্গ্যান স্ট্যানলি’র মতে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির এই তড়িৎ গতির উত্থানের কারণ হচ্ছে, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকরি পদক্ষেপের কথা বলা হয়েছে। তাছাড়া বিপুল জনশক্তি ও ডিজিটাল প্রযুক্তির সুযোগ রয়েছে উলে­খ করে সংস্থাটি বলছে, ভারতের জিডিপি ধারাবাহিক ভাবে ৬.২ শতাংশের উপরে থাকার কারণে আশাব্যঞ্জক বলে উলে­খ করা হয়েছে প্রতিবেদনে। ২০২২-২০২৩ অর্ধ অর্থ বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশের পৌঁছে গেছে বলে প্রতিবেদনে উপস্থাপন করেছে আমেরিকাং সংস্থা ‘মর্গ্যান স্টানলি’।
প্রসঙ্গত বলা যায়, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। গত নভেম্বরে আমেরিকার মর্গ্যান স্ট্যানলি’ নামক সংস্থাটি জানিয়েছিলো। আর বিশ^ ব্যাংক, আইএমএফ, বুলমবার্গ ইকনমিক্স নামক বিভিন্ন আর্থিক সংস্থা আগেই মন্তব্য করেছিলো বৈশ্বিক মহামারি ও ইউক্রেন যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে ভারত ব্যতিক্রমী। 
মলি­ক সুধাংশু, সিনিয়র সাংবাদিক (বিদেশি পত্রিকা অবলম্বনে)