খুলনা | বৃহস্পতিবার | ২৯ মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৭তম অবস্থানেই বাংলাদেশ নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক |
০৯:৩৫ পি.এম | ২০ অগাস্ট ২০২১

বাংলাদেশ নারী ফুটবল দল দীর্ঘদিন ফিফা র‌্যাঙ্কিংয়ের বাইরে ছিল। সিনিয়র দল আন্তর্জাতিক ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিংয়ে ছিল না। ফিফা গত এপ্রিলে নিয়মের পরিবর্তন আনায় পুনরায় র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। গত জুনের মতো আজ (শুক্রবার) প্রকাশিত ফিফা নারী র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। ১৩৭ তম অবস্থানে আছেই আছেন সাবিনারা। তাদের রেটিং পয়েন্ট ১০০৮।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান নারী র‌্যাঙ্কিংয়ে সবার উপরে। বাংলাদেশের পাশ্ববর্তী দেশটির র‌্যাঙ্কিং ৫৭। নেপালের র‌্যাঙ্কিং ১০১। বাংলাদেশের নিচে রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। মালদ্বীপের র‌্যাঙ্কিং ১৪৩ , তাদের চেয়ে এক ধাপ পিছিয়ে শ্রীলংকা ১৪৪ ও ভুটান ১৬১।

বাংলাদেশ জাতীয় মহিলা সিনিয়র ফুটবল দল প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। সেপ্টেম্বরে উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নেপালে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সাবিনাদের। কয়েকদিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হবে।

কয়েকদিন আগে ফিফা পুরুষ ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। জামালদের র‌্যাঙ্কিং ১৮৮। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল দেশ ভুটানের র‌্যাংকিং ১৮৭।