খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালন

খবর বিজ্ঞপ্তি |
০৪:১৪ পি.এম | ১৫ অগাস্ট ২০২৩


খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর।

জাতীয় শোক দিবস কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্দ্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য নিরবতা পালন, দু’আ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত সকলকে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। 

শোক সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক শিলা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, শিক্ষার্থী ইবাদত শিকারী, সৈয়দ সাজিদ ও নাঈম ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক তাসনুভা খায়ের।