খুলনা | শনিবার | ২৬ এপ্রিল ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২

নিন্দা ও প্রতিবাদ

জামায়াতের খুলনা অঞ্চল প্রধান মুহাদ্দিস খালেক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৫ এ.এম | ১৯ অগাস্ট ২০২৩


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা জেলার সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সাতক্ষীরা সদর থানাধীন আগরদাড়ী ইউনিয়নে নিজ গ্রামের ধলবাড়িয়া মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বের হওয়ার পর থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশ তাকে আটক করে। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জম্মুার নামাজে যাওয়ার পর বাড়ির মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। 
সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জামায়াতে নেতা মোহাদ্দিস আব্দুল খালেকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা অঞ্চলের জামায়াত নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুছ।
এদিকে জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস রবিউল বাশার ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। এ ঘটনায় নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক বিবৃতি প্রদান করেছেন। 
নেতৃদ্বয় বলেন, বিগত ১৫ বছর যাবত বর্তমান ক্ষমতাসীন  সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতকে নেতৃত্ব শূন্য করার সরকারি সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 
সাতক্ষীরাতে গত কয়েক দিনে জামায়াত শিবিরসহ অসংখ্য সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। গায়েবী মামলায় আসামি করে চরম নির্যাতন ও হয়রানির এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে। তারা একদিকে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, অপর দিকে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে আটক রাখে। প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। 
নেতৃদ্বয় বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।
নেতৃদ্বয়, অবিলম্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, জাতীয় সংসদ নিবার্চনে সাতক্ষীরা সদর আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেককেসহ দলের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।