খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

পূর্ব রূপসা মাঝিপাড়া এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি বন্ধে গণস্বাক্ষরিত অভিযোগ

রূপসা প্রতিনিধি |
১১:১৫ পি.এম | ১৫ সেপ্টেম্বর ২০২৩


পূর্ব রূপসায় মাঝিপাড়া এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রিসহ স্থানীয় নারীদের সাথে অসভ্য আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রূপসা ঘাট মাঝি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন বেপারী খুলনা জেলা পুলিশ সুপার, রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা থানা অফিসার ইনচার্জ বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অপকর্মের হাত থেকে এলাকার যুব সমাজ রক্ষার্থে এলাকার ৩শ’ ৬৪ জন গণস্বাক্ষর করেছেন। 
লিখিত অভিযোগে বলা হয়েছে, পশ্চিম রূপসা ওয়াপদা মধুমতী স’মিল এলাকার সিসি কালামের ছেলে রেজাউল হাওলাদার ও পূর্ব রূপসার চর-রূপসা এলাকার পনু হাওলাদারের ছেলে জামাল হাওলাদার মাঝিপাড়া এলাকায় এসে গাঁজা ও ইয়াবা বিক্রি এবং নিজেরা সেবন করে আসছে। যার ফলে মাঝিপাড়ার যুবসমাজ ও অল্প বয়সী কিশোররা নেশার দিকে অগ্রসর হচ্ছে। ইতোপূর্বে এলাকার সাধারণ মানুষ একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কোন কর্ণপাত না করে তাদের মাদক বিক্রি অব্যাহত রেখেছে। এছাড়াও মাদক বিক্রেতারা মাঝিপাড়া এলাকায় নারীদের দিকে কু-নজরসহ অসভ্য আচরণ করে বলে অভিযোগে উলে­খ করা হয়েছে। এলাকার অসহায় নারীরা হামলা ও মানসম্মানের ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেনা। 
অভিযোগ মতে মাদক বিক্রেতা এ চক্র অনেক সময় রূপসা ঘাট এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। এসবের প্রতিবাদ করায় গত ৯ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে মাদক বিক্রেতা রেজাউল হাওলাদার তার দলবল নিয়ে পশ্চিম রূপসা ঘাটের পন্টুনে এসে মাঝিদের নানা হুমকি দেয়। তারা মাঝিদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ইউনিয়নের হাসান চৌকিদার ও হালিম চৌকিদার এর প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা হাসান চৌকিদারকে মারপিট করে। খবর পেয়ে মাঝি ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ বেপারি সেখানে হাজির হয়ে প্রতিবাদ করলে তাকেও মারপিট করে।
এদিকে সাধারণ সম্পাদক শাহাদাৎ বেপারিকে মারপিটের খবর ছড়িয়ে পড়লে মাঝিরা ঘাটে চলাচল বন্ধ করে রাখে। এছাড়া শাহাদাৎ বেপারি রূপসা রেলস্টেশন মসজিদের সামনে মাদক বিক্রেতা জামাল হাওলাদারকে পেয়ে বহিরাগত লোকজন নিয়ে এলাকায় এসে মাদক বিক্রি ও অশান্তি সৃষ্টি করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারপিট করতে উদ্যত হয়। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
ভুক্তভোগী এলাকাবাসী উক্ত মাদক বিক্রেতারা যাতে এলাকায় কোন প্রকার অনৈতিক কর্মকান্ড করতে না পারে তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।