খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

প্রাণের দল বিএনপি ছাড়ার প্রশ্নই আসে না : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৩


তৃণমূল বিএনপি নামক একটি দলে যোগদানকারীদের মধ্যে আমার ছবি সম্বলিত কিছু কাল্পনিক লেখা ও সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অস্তিত্ব সংকটে থাকা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের নেতা-কর্মী এবং জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই অসত্য কাহিনী ও উদ্দেশ্যমূলক মিথ্যাচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
বিএনপি’র একজন প্রতিষ্ঠাকালীন ও ৩ দফা ৩৮ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরীক্ষিত নেতৃত্ব হিসেবে আমি নজরুল ইসলাম মঞ্জু শহিদ জিয়ার আদর্শের রাজনৈতিক কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহের ছায়ায় বেড়ে ওঠা রাজনৈতিক সংগঠক ও আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা এবং বিশ্বাসের প্রতি মর্যাদাশীল একজন রাজনৈতিক কর্মী এবং বিএনপি’র চলমান রাজনীতির ৪৫ বছরের শত পরীক্ষায় উত্তীর্ণ একজন বিশ্বস্ত নেতা হিসেবে জনপ্রিয় দল বিএনপি ছেড়ে অন্য কোন দলে যোগদানের কোন প্রশ্নই আসে না। বিএনপি বিরোধী সরকার দলীয় চক্র বিএনপি ভাঙার ষড়যন্ত্র ও চলমান গণতান্ত্রিক সংগ্রাম এবং জনগনের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্র কোন প্রকারেই সফল হবে না। আমি মিথ্যা অপপ্রচার সম্পর্কে দল এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।      
আমাদের মাতৃসম নেত্রী যখন মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে এবং তিনি গুরুতর অসুস্থ ও চিকিৎসা বঞ্চিত, আমাদের নেতা তারেক রহমান সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন, তখন আমাদের একমাত্র দায়িত্ব তাদের স্নেহ ও আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা। আমি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। 
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল করতে রাজপথের কর্মী হিসেবে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবো, ইনশাআল­াহ।