খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

অনলাইন জুয়া রোধে কার্যকর উদ্যোগ নিন

|
১২:৫৩ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৩


বিভিন্ন সময়েই আলোচনায় আসে অনলাইন জুয়ার বিষয়টি। অনলাইন জুয়ায় যেমন অনেকেই সর্বশান্ত হচ্ছে, তেমনি ঘটছে নানা ধরণের অনাকাক্সিক্ষত ঘটনা। প্রসঙ্গত, স¤প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যাচ্ছে, ‘বেট উইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার হয়ে গেছে কোটি কোটি টাকা। প্ল্যাটফর্মটি বন্ধ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। উলে­খ্য, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ পাচারের সঙ্গে জড়িত চার এজেন্টকে গ্রেফতারও করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন, সিআইডির সাইবার অপরাধ বিভাগের মনিটরিংয়ে ‘বেট উইন’ নামের একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সন্ধান মিলে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে অনলাইনে বেটিং বা জুয়া চলছিল- এমন তথ্যের সূত্র ধরে গত ১৪ আগস্ট গভীর রাতে সিআইডি ঢাকার তেজগাঁও, বংশাল, লালবাগ ও মিরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় চার এজেন্টকে। এছাড়া তাদের কাছে পাওয়া যায় ১৩টি মোবাইল ফোন, ১৮টি সিমকার্ড, এজেন্ট সিমগুলোতে থাকা প্রায় ৭ লাখ সাড়ে ৬৭ হাজার টাকা, নগদ প্রায় দেড় লাখ টাকা।
এবারের ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, সুপার অ্যাডমিন কিংবা মাস্টার অ্যাডমিন নামে মূলত রাশিয়া থেকে সাইটটি নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে অনলাইন প্ল্যাটফর্ম দেখভালের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসেবে বিশ্বস্তদের নিয়োগ দেন। জুয়ার মূল চালকরা নিরাপদে থাকতে একটি স্তর তৈরি করে। সরাসরি নিজেরা এজেন্ট সিম ব্যবহার করে না। সম্রাট ও শাহীন রেজা নামের দুইজন আছে অনলাইন জুয়ার বাংলাদেশ শাখার কান্ট্রি ম্যানেজার। চক্রটি এজেন্ট সিম ব্যবহার করে সারাদেশে থেকে জুয়াড়িদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। পরে টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে বিদেশে পাচার করে দেয়। প্রতি মাসে একজন এজেন্ট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করে। কমিশন বাবদ টাকার একটা অংশ তারা পায়।
আমরা বলতে চাই, অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার সংক্রান্ত পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা এড়ানোর সুযোগ নেই। ফলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে, এর পাশাপাশি অনলাইন জুয়া সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই। সর্বোপরি আমরা বলতে চাই, চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত হোক। একইসঙ্গে অনলাইন জুয়া সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সব ধরণের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টরা তৎপর থাকবে এমনটি কাম্য।