খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

পরীমণির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন রাজ

খবর বিনোদন |
০১:০০ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৩


পরীমণি ও শরিফুল রাজের পথ দুদিকে বেঁকে গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। পরীমণির সঙ্গে বিচ্ছেদের কারণ এবার খুলে বললেন রাজ। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

বিয়ের পর থেকেই রাজ-পরীর সংসারে সমস্যা শুরু হয়। সেটা কবে থেকে জানতে চাইলে রাজ বলেন, ‘সেটা বিয়ের কিছুদিন পর থেকেই। সে এক রকমের ভাবে, আমি আরেক; দু’জনের জীবনযাপনেও বেশ ফারাক। আমাদের উভয়ের মধ্যে বোঝাপড়ার বিস্তর গ্যাপ। সেটা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে পরী যে পদক্ষেপটা নিয়েছে, সেটা আমি আন্তরিকভাবেই মেনে নিয়েছি।’

ডিভোর্স লেটার হাতে পেয়ে লিখিত বক্তব্যে রাজ বলেছিলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।