খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সিন্ধুতে রকেট লঞ্চার বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৮

খবর প্রতিবেদন |
০৩:১৭ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৩


পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি বাড়িতে রকেট লঞ্চার বিস্ফোরণে ৫ শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রদেশের কান্ধকোট জেলায় এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

কান্ধকোট জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহাইল খোসো বলেন, কান্ধাকোটের ঘোড়াঘাট এলাকায় কোটচা নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনায় ঘটেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই রকেট লঞ্চারটি শিশুরা খেলাধুলার সময় মাঠ থেকে কুড়িয়ে বাসায় এনেছিল। পরে এটি বিস্ফোরিত হয়।

আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে সিন্ধু অঞ্চলের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মকবুল বকর আইজি ডা. রিফ্ফাত মুখতারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি গ্রামে কিভাবে রকেট লঞ্চার পৌঁছাল তা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কোটচার ওই এলাকায় অস্ত্র পাচারকারী চক্রের কেউ আছে কিনা বা সেখানে দুষ্কৃতকারীদের চলাফেরা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।