খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে শেখ হাসিনা জাতির জন্য আশীর্বাদ : এস এম কামাল

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ। শেখ হাসিনা এসেছিল বলে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি। শেখ হাসিনা এসেছিল বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, শেখ হাসিনা এসেছিল বলে আজ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকালে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্যাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 
এস এম কামাল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু দেশটাকে অর্থনৈতিক মুক্তির দেশ হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিলেন, যখন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ, চারিদিকে হাহাকার, ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশ, সে বাংলাদেশকে যখন অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করালেন, অর্থনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্ন, বঙ্গবন্ধু যা যা বলেছেন তা বাস্তবায়ন করেছেন তার কন্যা শেখ হাসিনা। মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার ব্যবস্থা করেন। আজকে কোনো লোক নাই যার মাথা রাখার ঠাই নাই। নেত্রী ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে পরিকল্পনা গ্রহণ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তি করে বলে গিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী পক্ষে আছি। এটি শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোমেসির কারণে হয়েছে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিথি বক্তৃতা করেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। আলোচনা সভা সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. উন্ম কুলছুম স্মৃতি।