খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

দ্বিতীয় স্ত্রীর সড়কে প্রতিবাদের পর ইউএনও ওএসডি

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৩


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামকে ওএসডি করা হয়েছে। বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর প্রতিবাদের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী জিনাত আরার অভিযোগে জানা যায়, বগুড়ার গাবতলী থানার বুরুজ গ্রামের জোনাব আলীর বিবাহিত ছেলে আরিফুল ইসলামের সঙ্গে দিনাজপুর সদর উপজেলার উপ-শহর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে স্কুলশিক্ষিকা জিনাত আরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ২০২১ সালের ৯ ফেব্র“য়ারি ২০ লাখ ১শ’ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের সময় আরিফুল প্রথম স্ত্রীর পরিচয় গোপন রাখেন। সে সময় তিনি দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে ছিলেন।
বর্তমানে তাদের সংসারে ১৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ইউএনও আরিফুল ইসলামের দুই স্ত্রীর মোবাইল ফোনে ঝগড়া হয়। এরপর বুধবার বিকেলে জিনাত আরা তার শিশু সন্তানকে নিয়ে ইউএনও’র বাসায় গেলে তার মোবাইল ফোন কেড়ে নিলে স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইউএনও’র বাড়িতে থাকা আনসার সদস্য তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় ইউএনও’র স্ত্রী জিনাত তার শিশু সন্তানকে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন। এ সময় উৎসুক জনতা সড়কে ভিড় জমালে দু’পাশে অনেক যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ তার অফিসের কর্মচারী এবং স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী জোরপূর্বক জিনাতকে সেখান থেকে তুলে নিয়ে যেতে চায়। যেতে না চাইলে টেনেহিঁচড়ে উপজেলা পরিষদে নিয়ে যান তারা।
এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে বসিয়ে ইউএনও’র স্ত্রীকে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর ইউএনও তার স্ত্রী জিনাত আরাকে তালাক দিয়েছেন। এমন খবর জানতে পেরে সন্ধ্যার পর জিনাত তার সন্তানকে নিয়ে চেয়ারম্যানের কক্ষ থেকে বের হয়ে যান।
উলে­খ্য, বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেলে আক্কেলপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কের মাঝখানে বসে প্রতিবাদ জানান ইউএনও’র দ্বিতীয় স্ত্রী জিনাত আরা।
এদিকে, খাগড়াছড়ির সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমকে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।