খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নগরীতে ৩৮ লিটার চোলাই মদসহ বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:১১ এ.এম | ০২ অক্টোবর ২০২৩


নগরীর বড় বাজার ওয়েস্ট মেকট রোড এলাকা থেকে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল খুলনা সদর থানায় মামলা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থানা থানাধীন ওয়েস্ট মেকট রোডস্থ ফল ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক বিক্রেতা মোঃ মানিক হোসেন (৪২) কে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে খুলনা থানার মামলা (নং-৪৫, তাং-৩০/০৯/২০২৩) হয়েছে। গ্রেফতার মানিক হোসেন বাগেরহাট সদরের ষাট গম্বুজ মসজিদের পাশের মৃত আব্দুল গফুরের ছেলে এবং নগরীর ৫নং মাছঘাট বি-ব্লক গ্রীণল্যান্ড আবাসন এলাকার বাসিন্দা।