খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নগরীতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে না দিয়ে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০১:১২ এ.এম | ০২ অক্টোবর ২০২৩


বিএনপি’র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নিতে আইন মন্ত্রণালয়ের ‘না’, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন সিদ্ধান্ত। অবৈধ সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে আবারো প্রমাণিত হলো-দেশে আইনের শাসন নেই। এই সিদ্ধান্ত দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সাথে ভয়ঙ্কর তামাশা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্পষ্ঠভাবে বলা আছে-সরকার চাইলেই তাকে মুক্তি দিতে পারে। যদিও দেশ, জাতীয় ও আন্তর্জাতিক আইনে রাজবন্দিদের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর নজির আছে। কিন্তু আমরা দেখলাম রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে লুন্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র পুণরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা বিভাগের উদ্যোগে পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। 
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনার সভাপতি এড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট কেন্দ্রীয় আহবায়ক বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সিনিয়র এড. জয়নুল আবেদীন, ফ্রন্ট’র যুগ্ম-আহবায়ক এড. সুব্রত চৌধুরী, ফ্রন্ট’র প্রধান সমন্বয়ক বিএনপি’র আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এড. আব্দুল জব্বার ভূঁইয়া, এড. কাজী কামরুল ইসলাম সজল, এড. সৈয়দ মামুন মাহাবুব, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, এড. মোঃ রফিকুল ইসলাম মন্টু, এড. এস আর ফারুক, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. মোল­া মাসুম রশীদ, এড. নুরুল হাসান রুবা, এড. তৌহিদুর রহমান তুষার, এড. খালিদ হাসান জনি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইলের সভাপতি এড. মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক এড. আরিফুজ্জামান লিটু, বাগেরহাটের সভাপতি এড. মোশারেফ হোসেন মন্টু, সাধারণ সম্পাদক এড. আলতাফ হোসেন, সাতক্ষীরার সভাপতি এড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এড. আশরাফুল আলম, কুষ্টিয়ার সভাপতি এড. মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুনির হোসেন, মেহেরপুরের সভাপতি এড. মোঃ আদিল করিম, সাধারণ সম্পাদক এড. ফারুক আহম্মেদ, চুয়াডাঙ্গার সভাপতি এড. শামীম রেজা, সাধারণ সম্পাদক এড. হেদায়েত হোসেন, ঝিনাইদহের সভাপতি এড. দবির হোসেন, সাধারণ সম্পাদক এড. আরিফ মিলন, মাগুরার সভাপতি এড. রোকনুজ্জামান খান, সাধারণ সম্পাদক এড. সাহেদ আহম্মেদ, যশোরের সভাপতি এড. রুহুল কুদ্দুস কচি ও সাধারণ সম্পাদক এড. মোঃ আমিনুর রহমান প্রমুখ। 
সমাবেশ শেষে জেলা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা শুরু হয়ে কেডি ঘোষ রোড, পিসি রায় রোড, স্যার ইকবাল রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।