খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নিখোঁজের ৪ দিন পর আবর্জনায় মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

খবর প্রতিবেদন |
০১:০৮ পি.এম | ০২ অক্টোবর ২০২৩


মুন্সিগঞ্জের মিরকাদিমে নিখোঁজের ৪ দিন পর বসত ঘরের পিছনে আবর্জনা দিয়ে ডাকা অবস্থায় দুই মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) সকালে স্থানীয়রা প্রথমে এক ঝোপের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এর আগে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকার নানা বাড়ির বসতঘর থেকে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দুই মাস বয়সী ওই শিশুটি চুরি হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম।

শিশুটির নাম আজান। সে নারায়ণগঞ্জের পাগলা এলাকার মো. শরীফ হোসেন ও শ্রাবণী বেগম দম্পতির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন সকালে শিশুটির মা শ্রাবণী বেগম তার দুই মাস বয়সী ছেলে আযানকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। পরে শ্রাবনী বেগম ঘরে এসে দেখেন শিশুটি ঘরে নেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজখুঁজি করা হলেও কোনো সন্ধান পাননি তিনি। ৪ দিন পর আজ সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহাজারিতে ভেঙে পড়েছেন শিশুটির পরিবারের স্বজনরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে স্থানীয় প্রতিবেশী রমিজা বেগম মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে চুরি করে। বিষয়টি স্বজনরা টের পেয়েও যাওয়ায় শিশুটিকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে ডোবাতে। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই নারী।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটি নিখোঁজ হওয়ার পর সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।