খুলনা | সোমবার | ১২ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে ফেসবুকে অপপ্রচার করায় শ্রমিক লীগের কমিটি বিলুপ্তি

চিতলমারী প্রতিনিধি |
১১:৩১ পি.এম | ০২ অক্টোবর ২০২৩


চিতলমারীতে ফেসবুকে অপপ্রচার করায় বড়বাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিক লীগের আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। স¤প্রতি উক্ত কমিটির সদস্য সচিব আব্দুর রহিম শিকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য স্ট্যাটাস দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেন। সোমবার সন্ধ্যায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়েছে। 
চিতলমারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান বলেন, ‘স¤প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচরণায় চরমভাবে দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ ছাড়া ওই আহবায়ক কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে। আজ থেকে আব্দুর রহিম শিকদারের বিষয়ে দল কোন দায়-দায়িত্ব বহন করবে না। তার এই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।’