খুলনা | বৃহস্পতিবার | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ডাঃ শেখ নিশাত আব্দুল­াহ্’র ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০১:১৭ এ.এম | ০৩ অক্টোবর ২০২৩


বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ও শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ও বার্ন এন্ড প্লস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শেখ নিশাত আব্দুল­াহ্ গতকাল সোমবার ভোর ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্র“য়ারি খুলনার হক নার্সিং হোমে অপারেশন থিয়েটারে হামলা করে তাকে গুরুতর আহত করেন এএসআই নাঈম। তার পর থেকে ডাঃ শেখ নিশাত আব্দুল­াহ্ প্রায় ১ মাস খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তবে তদন্ত কমিটির কোন প্রতিবেদন জমা হয়নি। 
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা ও ন্যায় বিচার দাবি করেন।