খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের ভোটাধিকার এবারও হচ্ছেনা

|
১২:০২ এ.এম | ০৭ নভেম্বর ২০২৩


প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উদ্যোগের কথা বারবার শোনা গেলেও তা বাস্তবায়নে আলো দেখা যায়নি। সর্বশেষ বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিতে নির্বাচন কমিশন (ইসি) ১৬টি দেশে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। এরপর কি অগ্রগতি হয়েছে? প্রবাসীরা আমাদের দেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন। প্রতি বছর প্রায় ১৮ মিলিয়নের বেশি টাকা দেশে আসছে। প্রতি বছর এই রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। প্রবাসীরা অনেক সময় বিদেশে গিয়ে নানা অসুবিধায় পড়েন। ফলে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়ে অনেক অসুবিধায় পড়তে হয়। প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে সরকারকে এগিয়ে আসা উচিত বলে মনে করছি। বাংলাদেশের ১২ কোটি ভোটারের মধ্যে দেড় কোটি ভোটার বর্তমানে কর্মসূত্রে বাস করছেন প্রবাসে, যা মোট ভোটারের প্রায় ১৫ শতাংশ। এদের সবারই বৈধ পাসপোর্ট থাকার পরও অনেকের নাম নেই ভোটার তালিকায়। কারো কারো নেই জাতীয় পরিচয়পত্রও (এনআইডি)। আবার ভোটার হলেও প্রবাসে থাকায় রাখা হয়নি ভোট দেয়ার সুবিধা। অথচ এরা সবাই ভোট দিতে এবং দেশে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে আগ্রহী। প্রবাসীদের দাবি ছিল, প্রবাস থেকেই যাতে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু পূর্বাপর সরকারগুলো তাদের আশার ছলনে ভুলিয়ে রাখার কৌশল নিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে রাজনৈতিক পরিসরে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে এ মুহূর্তে অগ্রাধিকারমূলক উদ্যোগ চোখে পড়ছে না। কিছুদিন আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠককালে অনেক রাজনৈতিক দল এ বিষয়ে দাবি ও সুপারিশ দাখিল করেছিল। সরকারের মনোভাবও ইতিবাচক। বাস্তবায়ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।
প্রবাসীরা মনে করছেন, তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রয়েছে। প্রবাসীরা যাতে প্রবাসে থেকে আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নিন। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এ ক্ষেত্রে আইনি কিংবা কারিগরি ঘাটতির দোহাই দেয়ারও সুযোগ নেই। সরকার বিশেষ উদ্যোগ নিলে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে।