খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ার রঘুনাথপুরে ৮ দলীয় হা-ডু-ডু খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৭ নভেম্বর ২০২৩


বর্ণাঢ্য আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ডুমুরিয়ার রঘুনাথপুরে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় হা-ডু-ডু খেলার চূড়ান্ত পর্ব। বর্ষীয়ান মিলন সংঘের আয়োজনে শতদল যুব সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায় মিকশিমিল (ডোঙ্গাঘাটা) হা-ডু-ডু দল আড়ংঘাটা দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। ওমর আলী আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী মেহেদী হাসান বিল­াল, মেসবাহুল আলম টুটুল ও গাজী আব্দুল হক। খেলাটি পরিচালনা করেন গাজী মোহাম্মদ আলী। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মধ্যে প্রথম পুরস্কার ফ্রিজ ও রানার্চ আপ দলের হাতে এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন।