খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

আদালতের আদেশে লঙ্কান বোর্ড পুনর্বহাল

ক্রীড়া প্রতিবেদক |
১১:৪৪ পি.এম | ০৭ নভেম্বর ২০২৩


শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটির আপিল আদালত। নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তবর্তীকালীন আদেশ দেন। 
গত সোমবার ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত করা ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে মঙ্গলবার এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তবর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে গেছেন।
গত সোমবার রাতে নাকি মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অন্তর্র্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করতে বলেছেন ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহেকে। তাতে রাজি হননি জানিয়ে আজ রানাসিংহে বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন ক্রীড়াঙ্গণকে তিনি তার অধীন নিয়ে যাবেন। আমি তখন বলেছি, আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিন।