খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

সাবেক ফুটবলার বিপ্লবের পিতার ইন্তেকাল : শোক

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৯ এ.এম | ১০ নভেম্বর ২০২৩


খুলনা জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় রাকিব রিয়াজ বিপ্লব এর পিতা শেখ জাকির হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। বুধবার বিকেল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। শেখ জাকির হোসেন শিরোমনি যুব পর্ষদের সভাপতি ছিলেন।  
বিপ্লবের পিতার ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়াও শোক জানিয়েছেন এসবিআলী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিমসহ একাডেমির সকল সদস্য, শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম এবং সান স্পোর্টিং ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম টুটুলসহ কার্যপরিষদের সকল নেতৃবৃন্দ।