খুলনা | শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা এ্যাজাক্স প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্ট উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ১১ নভেম্বর ২০২৩


এ্যাজাক্স প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার সকাল ১০ টায়। এ্যাজাক্স ফুটবল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার। প্রধান অতিথি ছিলেন কেসিসি’র ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল। এসময় উপস্থিত ছিলেন সফিকুজ্জামান মিঠু, মোঃ সাইফুর রহমান, কামাল মুন্সি, ইমরান মির, নাসির উদ্দিন, মোঃ সোহেল, খানজাহান আলী থানা প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন, আবজাল হোসেন, ওয়াদুদ শরিফ, মোঃ দুলাল, মমিন মেব্বার, রতন মোল­া, রাজিয়া সুলতানা মিনি, লিনা নাসির, রিপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় সৌদি কিং ৪ উইকেটে এ্যাজাক্স লায়ন কিং কে পরাজিত করে এবং ২য় খেলায় এ্যাজাক্স রাইডাস্ : এ্যাজাক্স টাইগারস্কে ২২ রানে পরাজিত করে।