খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

‘টাইগার থ্রি’ অনলাইনে ফাঁস!

খবর বিনোদন |
০২:০২ পি.এম | ১২ নভেম্বর ২০২৩


মুক্তির একদিন আগে সিনেমা নিয়ে স্পয়লার না দেয়ার অনুরোধ করেছিলেন সালমান ও ক্যাটরিনা। নেয়া হয়েছিল সব রকম নিরাপত্তা ব্যবস্থা। তবুও আটকানো গেল না ফাঁস হওয়া। ‘টাইগার থ্রি’-এর বিশেষ একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যালে, তাও সিনেমা মুক্তির কয়েক ঘণ্টা আগেই।

ধারণা করা হচ্ছে, মুম্বাইয়ের বিশ্বের স্ক্রিনিং থেকে মোবাইল ফোনে কেউ রেকর্ড করে ভিডিও ফাঁস করে দিয়েছে সোশ্যালে।

স্পয়লারে দেখা গেছে, ‘টাইগার’কে ঘিরে ধরেছে সৈন্যরা, সকলের হাতে বন্দুক। আর সেই সময়ই মাঝে এসে পড়ে একটা ক্রিকেট বল। আর বেজে ওঠে ‘পাঠান’-এর টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’। এরপরই রোপওয়ে তে করে দারুণ এন্ট্রি হয় শাহরুখের। সৈন্যদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়তে থাকেন ‘পাঠান’। চোখাচোখি হয় পাঠান-টাইগারের। হাত ধরে টেনে ‘টাইগার’কে নিজের রোপওয়েতে তুলে নেন ‘পাঠান’।

শুধু তাই নয়, আরও একটি স্পয়লার ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে রক্তে মাখা ‘কবীর’ চরিত্রে হৃতিক হেঁটে আসছেন, মুখে হাসি। ব্যাকগ্রাউন্ডে ‘ওয়ার’-এর টাইটেল ট্র্যাক।

তবে স্পয়লার দেখে ছবি দেখার আগ্রহ কমেনি বরং বেড়ে গেছে ভক্তদের। অনেকেই আবার অনুরোধ করেছেন এরকম ভিডিও না ছড়ানোর জন্য।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া